২৪ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ( মাদরাসা) নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলাধীন উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা। ইতোপূর্বে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে দ্বিতীয় রাউন্ডে এসে জেলা পর্যায়ে এই সফলতা অর্জন করে প্রতিষ্ঠানটি।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল ইসলাম জানান প্রাতিষ্ঠানিক ফলাফল, পরিবেশ, পরিচালনা, শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা, শিক্ষার্থীদের উপস্থিতি, কো-কারিকুলার অ্যাকটিভিটিস ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করে থাকে শিক্ষা অধিদপ্তর।
উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা সচেতনতার সাথে শিক্ষার মান ধরে রেখে কোয়ালিটি এডুকেশন প্রদানে বদ্ধ পরিকর। তিনি এই সাফল্যের জন্য মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।