২৪ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী , সালিশ বিচারক প্রয়াত আব্দুন নূর মাস্টার এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কমলগঞ্জ উপজেলার ২ নং পতন ঊষার ইউনিয়নের একটি রাস্তা নামকরণ করা হয়। প্রয়াত আব্দুন নুর মাস্টারের মৃত্যু পরবর্তী নাগরিক শোক সভায় স্থানীয় এমপি ড. আব্দুর শহীদ এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়। করোনা পরবর্তী সময়ে ব্যস্ত সিডিউলে আনুষ্ঠানিকভাবে সেই রাস্তাটির নামফলক উন্মোচন করা সম্ভব হয়ে ওঠেনি।
বুধবার আনুষ্ঠানিকভাবে আব্দুর শহীদ এমপি প্রয়াত আব্দুল নুর মাস্টার সড়কটির নামফলক উন্মোচন করেন। মাননীয় এমপি মহোদয় প্রয়াত আব্দুল নুর মাস্টারের কবর জিয়ারত্ও করেন।
ব্যক্তি উদ্যোগে নির্মিত গোপিনগর আধুনিক জামে মসজিদ পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুন নুর মাস্টারের পরিবারের সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী আব্দুর নূর মাষ্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ১৯৭২ সাল থেকেই আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি সমাজ কর্মের প্রতিই অধিকতর মনোযোগী হয়ে পড়েন।
জনসেবার অংশ হিসাবে সমাজের বাদ বিবাদ নিষ্পত্তিতে শালিস বিচারক হয়ে উঠেন। একজন দক্ষ প্রথম সারির শালিস বিচারক হিসাবে জেলার বিভিন্ন থানায় জটিল বিষয় নিরসনে উনার প্রয়োজনীয়তা ছিল সমাজে সর্বজন স্বীকৃত। শালিস বিচারে ৮০ ভাগ বিরোধ-ই তার জীবনে নিষ্পত্তি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় রাস্তা নামকরণের সাথে সংশ্লিষ্ট উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ও জনপ্রতিনিধিদেরকে।