২৫ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সরকার দলীয় মেয়র প্রার্থী নৌকার মাঝি আনোয়ারুজ্জামান চৌধুরীর পর এবার নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ ওঠেছে চরমোনাই পীরের মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বাছাই প্রাক্কালে মাওলানা মাহমুদুল হাসান তার দলীয় প্রতীক হাতপাখার সমর্থনে সিলেট নগরে বড় শে-ডাউন করেন।
পীরছাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দল মেয়র পদেপ্রার্থী মনোনয়ন দেয় মাওলানা মাহমুদুল হাসানকে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় জালালবাদ গ্যাস অফিস মিলনায়তনে মনোনয়ন বাছাই সম্পন্ন করে।
বাছাইয়ে অন্যান্য প্রার্থীর মত মাওলানা মাহমুদুল হাসানেরও মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিত হয়। এ সময় ইসলামী আন্দোলন মনোনীথ প্রার্থী মাহমুদুল আহাসানের সমর্থকরা তাকে নিয়ে নগরে শো-ডাউন করে। শো-ডাউনে ইসলামী আনোদলনের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।
এর আগে গত ২৩ মে মনোনয়ন দাখিলের দিন সরকার দলীয় মেয়র প্রার্থী আনারুজ্জামান চৌধুরী শত শত নেতা কর্মী নিয়ে শো-ডাউন করে মনোনয়ন পত্র জমা দিলে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। জাতীয়া পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল এ অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করেন। আর এ কারণে শাসকদলের নৌকার প্রাথী আনোয়ারুজ্জামান বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য,’সিটি করেপারেশন নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনপ্রকার মিছিল বা শো-ডাউন করা যাবে না, বা কোনো প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।”
বৃহস্পতিবার যদিও মনোনয়ন বাছাই পর্ব শেষ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কার্যালয় কর্তৃক প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। প্রতীক বরাদ্দের আগেই মাওলানা মাহমুদুল হাসান নিজ দলের প্রতীক (হাতপাখা) সমর্থনে শো-ডাউন করেন। তার এ শোডাইনের লাইভ-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।