২৫ মে ২০২৩


বিশিষ্টজনের সাথে কাউন্সিলর প্রার্থী মুফতী উমামার সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : তরুণ সমাজসেবী, শিক্ষানুরাগী, সংগঠক ৪নং ওয়ার্ড এলাকার সর্বমহলে আস্থাভাজন মেধাবী আলেম, বিগত ভয়াবহ বন্যা ও মহামারি করোনায় মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী, আম্বরখানাস্থ ঐতিহ্যবাহী করিমগঞ্জী বাড়ির কৃতি সন্তান- হাফিজ মাওলানা মুফতী আহমাদুল হক উমামা প্রতীক বরাদ্ধের আগেই চষে বেড়াচ্ছেন ভোটারের ধারে ধারে। দলমতের উর্ধেব ওঠে বিশিষ্টজনের সাথে নিয়মিত করছেন সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ।

বৃহস্পতিবার সকালে মেয়রপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও রাতে সিলেট নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বার বারের নির্বাচিত জননন্দিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সাথে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুফতী আহমদুল হক উমামার সৌজন্য সাক্ষাত।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। কোন ধরনের ভয়, সংশয় থাকবে না। তিনি জনগণকে নির্বিঘ্নে ২১জুন সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী বা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। যে ভোট পাবে, জনগণ যাকে রায় দিবে সেই পাশ করে আসবে, বিজয়ী হবে।

কথা প্রসঙ্গে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুফতী আহমদুল হক উমামা সাংবাদিকদের জানান- ওলীকুল শিরোমনি হজরত শাহজালাল ও শাহপরান রাহ. সহ ৩৬০ আউলিয়া এবং অসংখ্য আলেম-উলামার স্মৃতিধন্য এই সিলেটকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়। সঙ্গত যে আমি একজন আলেম এবং হাফিজে কুরআন। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন।

আহমদুল হক উমামা আরো বলেন- সিসিক নির্বাচনে আমার এলাকার সুশীল সমাজ, সচেতন যুবসমাজ, মুরব্বিয়ানে কেরাম ও সাধারণ মানুষের চাহিদার আলোকে এবং আলেম উলামার পরামর্শক্রমে আমি ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি! ইতোমধ্যে আমি ওয়ার্ডের নেতৃত্ব পর্যায়ের অনেকের সাথে পরামর্শ করে মনোনয়নপত্র জমা করেছি । আলহামদুলিল্লাহ, আমার মনোনয়ন বৈধতা পেয়েছে। ফেয়ার নির্বাচন হলে জনগণ আামাকে ভোট দিবে এবং ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।

এর আগে বুধবার দিনব্যাপী কাউন্সিলর প্রার্থী মুফতী আহমদুল হক উমামা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ দবির আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ একরামুল হক সহ ৪নং ওয়ার্ডের বিশিষ্টজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও আশীর্বাদ চান।

শেয়ার করুন