২৫ মে ২০২৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলায় সেতুর পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তবে তাৎক্ষনিকভাবে মৃত ব্যাক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের ঝোপে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর মুখে দাড়ি আছে, তিনি পাঞ্জাবি লুঙ্গি পরিহিত।