২৫ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত আসনের ৩৭৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনব্যাপী যাচাই-বাছাই শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা এই ১১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন ও সংরক্ষিত ৮৯ নারী কাউন্সিলর প্রার্থীদের ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসাথে সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২৮১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের ৮৪ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে সকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির। সেসময় বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা আগামী তিন দিনের আপিল করতে পারবেন।