২৬ মে ২০২৩


সনাতনী বৈদিক আইন নিয়ে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

শিপন চন্দ জয় : সিলেটসহ বাংলদেশের ৫৯টি জেলায় জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে সকল উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজারে সনাতনী বৈদিক আইন নিয়ে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা, মহানগর ও ছাত্র মহাজোট এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি মিহির দেবের সভাপতিত্বে ও বৌদ্ধা দাস টুটুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্চন কুমার দাস, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রমা কান্ত দে, সহ-সভাপতি হিরন গোস্মামী রিপন, সিনিয়র সহ-সভাপতি অভিজিত দাস তপু, সহ-সভাপতি নয়ন কুমার বিশ্বাস, মহানগর কমিটির সহ-সভাপতি স্বপন দে, বিকাশ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক তপন দেব চৌধুরী, রাখাল কান্তি দে, খোকন বিশ্বাস, যুব মহাজোটের উত্তম দেব, সুব্রত চৌধুরী, জীবন দাস, সজীব দেবনাথ, রাজন বিশ্বাস, ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীবাস চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিষু দাস, পংকজ দাস, কানু মোদি, দেবাশীষ কালোয়ার, সৈকত দেবনাথ, রুপন দাস, সৌরভ দেবনাথ, সুমন মালা কর আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, হিন্দু পরিবারে আগুন জ্বালানো, বিদ্বেষ সৃষ্টি করে নারী ও শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে নৃশংস ব্যবসা করার চেষ্টাকারী (“মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও শালিস কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, নারী পক্ষ, মহিলা পরিষদ ও অভিযান”) এর নিবন্ধন বাতিল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করার দাবী জানান। বক্তাগণ বলেন যারা হিন্দু আইন পরিবর্তন করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড়া দেয়া হবে না। আমরা হিন্দু বিধি বিধানের দাঁড়ি কমা পরিবর্তন করতে দেবো না।

শেয়ার করুন