৩ জুন ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গাড়ী চাপায় ফরিদুল ইসলাম (৪২) নামে এক পল্লী বিদ্যুতের কর্মচারি নিহতন হয়েছেন। নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারকান্দা উপজেলার জয়েনবড়দুল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।
শনিবার সকালে নয়াপড়া ইউনিয়নের বেঙ্গাডোবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নয়াপড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় ঢাকা মুখী একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যাযায়। এতে ঘটনাস্থলে ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিস সুত্রে জানা যায়, নিহত ফরিদুল ইসলাম ৪ বছর আগে মিটার রিডার পদে কাজে যোগদান করেন।
শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ভূঞা দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ।