৩ জুন ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে আটারো পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল’সহ এক মাদক কারবারি’কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শনিবার বিকেলে মধ্যনগর উপজেলার সদর ইউপির ৪নং ওয়ার্ডে তেলিপাড়ার কবরস্থান সংলগ্নএলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক উপজেলার পুরানপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দের ড্রজন ইয়াবা ট্যাবলেটের সাথে মাদক বহনকারী একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়।এবিষয়ে মাদক নির্মূল আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক।