৫ জুন ২০২৩


জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান ইউনুস আহমদ

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ : আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন। সিসিকের বিভিন্ন ওয়ার্ড জুড়ে এখন নির্বাচনী হাওয়া বইছে। সেই হাওয়ায় পাল তুলেছেন ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস আহমদ। এবার সিসিক নির্বাচনে (ঘুড়ি মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুস। তিনি জানান সিসিকের নবগঠিত এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তিনি ৩১নং ওয়ার্ড নিয়ে আজকের সিলেট ডটকম’কে বলেন, আমি এলাকার উন্নয়ন ও সমাজের কল্যাণ করতে নির্বাচনে এসেছি। সমাজের কল্যাণ করতে হলে জনপ্রতিনিধি হওয়া অন্তত গুরুত্বপূর্ণ। ব্যক্তি উদ্যোগে অনেক কাজ চাইলেই করা সম্ভব না,কিন্তু একজন কাউন্সিলর যদি চান সেই কাজ করা অনেক সহজ, যদি সদিচ্ছা থাকে।

ইউনুস আহমদ দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা জানিয়ে বলেন,আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি,বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে কাজ করছি। এসব সামাজিক কাজ করতে গিয়ে মানুষের খুব কাছ থেকে তাদের সুখ-দুখের কথা শুনেছি। তখন থেকেই আমি আমার ওয়ার্ডের মানুষের সুখ দুখের ভাগীদার হতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনে জনরায় নিয়ে আশাবাদী ইউনুস আহমদ। তিনি বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসে,আমার প্রতি তাদের আস্থা আছে। ২১ তারিখের ভোটের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটবে বলেও বিশ্বাস করেন তিনি।

ইউনুস আহমদ এর আগে ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন,সেসময় অল্প কিছু ভোটে পরাজিত হলেও এবার নিজেকে নিয়ে ব্যাপক আশাবাদী তিনি।

শেয়ার করুন