৫ জুন ২০২৩


ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : জমকালো আয়োজনে শেষ হয়েছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে বেসরকারি সংস্থা ব্রাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বেসরকারি সংস্থা ব্রাকের শিক্ষা কর্মসূচির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় প্রসাদ জয়সুয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, বিশেষ অতিথি সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ব্র্যাক শিক্ষা কর্মসূচী ডেপুটি ম্যানেজার আব্দুর রশিদ, ব্র্যাক জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ২৪টি ইভেন্টে শিক্ষার্থীরা ও ১৫টি ইভেন্টে অভিভাবক ও অতিথিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন