৬ জুন ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪টি বসত ঘর ও ধানের ঘোলা ভষ্মিভূত হয়। মঙ্গলবার ভোররাতে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা নোয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতের দিকে আস্তমা গ্রামের নোয়াবাড়ীর মৃত মাহমদ আলীর ছেলে কবির আহমদ ও জাহির আহমদ, মৃত হেকিম উল্লাহের ছেলে সাজিদ মিয়া ও সহিদ মিয়ার টিনসেড বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ে চারদিকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিসান রহমান নাবিক অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।