১৮ জুন ২০২৩


জাপার মেয়র প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়পার্টি মনোনীত লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার বিকেল ৩টায় নগরের কুমারপাড়াস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে ২১ দফার এ ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ইশতেহারে সিলেটকে নাগরিকবান্ধব, শিল্পবান্ধব, যানজটমুক্ত, পরিবেশবান্ধব, জলাবদ্ধতামুক্ত, সুপরিকল্পিত সিলেট সিটি করপোরেশনকে সর্বজনিন এবং দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাসহ উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করণ, নগরের উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশ নিশ্চিত করতে ওয়ার্ড থেকেই শুরু করা, নগরের সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করণ, প্রথমেই নতুন ১৫টি ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়ন প্রকল্প এবং বর্ধিত এলাকায় পানি ও বিদ্যুতের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান, নগরের পানীয় জলের সমস্যা দুরীকরণ, নগরের বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন,নগরের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ,নাগরিক সেবার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার, একটি শিশু পার্ক নির্মাণ,সিটি করপোরেশনের কর ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা,একাধিক কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন,আধুনিক পাঠাগার প্রতিষ্ঠা,খেলার মাঠ তৈরি এবং ওয়ার্ডে ওয়ার্ডে খেলাধুলার প্রসার ঘটানো,শ্রমিকদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করণ, সিলেটকে ডিজিটাল নগরী করে গড়ে তোলা এবংসিলেট সিটি করপোরেশনে সবার জবাবদিহিতা নিশ্চিত করণ ও ১শ’ দিনের একটি কর্মসূচি গ্রহণ।

ইশতেহার ঘোষনার আগে নজরুল ইসলাম বাবুল বলেন আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নির্বাচনী প্রতীক আমারই দলের প্রতীক লাঙ্গল। সুরমা নদীর ওপারে দক্ষিণ সুরমায় আমার জন্মভিটা। আমি একজন ব্যবসায়ী। এই নগরীর একজন নাগরিক হিসেবে এই নগরকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আকাঙ্খা-প্রত্যাশা রয়েছে। আমার এই জন্ম মাটি এখন মহানগর। আগে ছিল শহর, মানে পৌরসভা। সময়ের ব্যবধানে এই নগরের অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি মনে করি যেভাবে এই নগরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা যেত সেখানে ঘাটতি রয়ে গেছে। তাই আমি আমার নগরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে আমার শ্রম, মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাতে চাই। এই লক্ষ্য পূরণেই আমি মেয়র পদে নির্বাচন করছি। আমি আপনাদের সমর্থন চাই।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন