৬ জুলাই ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফলতার লক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মধ্যনগর উপজেলা যুবলীগের আহ্বানে ঐক্যবদ্ধ হন উপজেলা সহ আওতাধীন যুবলীগের সকল নেতৃবৃন্দ।আয়োজিত প্রস্তুতি সভায় মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনা ও সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের বক্তব্যে বেড়িয়ে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আগামী ৯ জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ” তারণ্যের জয়যাত্রা” সমাবেশকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।এবং সকলি ঐক্যবদ্ধ হয়ে একযোগে বাংলাদেশ যুবলীগকে সংগঠিত করে জামাত বিএনপি’র চক্রান্তকে বিনিষ্ট করতে হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করা সম্ভব।এবং আগামী ৯জুলাই সুনামগঞ্জ জেলার তারণ্যের জয়যাত্রা প্রোগ্রামে স্ব শরীরে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য এ্যাড.গোলাম কিবরিয়া,সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু।মধ্যনগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কামাল হোসেন, সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক মোঃমবিন আহম্মেদ,দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোশারফ হোসেন,মধ্যনগর সদর,চামরদানী,দক্ষিন বংশীকুন্ডা,উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন, ওয়ার্ড সহ সংশ্লিষ্ট আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ।