১৫ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সিলেট বিভাগের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের জন্মদিন পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ আজকের সিলেট অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আজকের সিলেট ডটকম’র সম্পাদক শ্রী রজত কান্তি চক্রবর্তী সভাপতিত্বে সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ এর পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহকর্মীবৃন্দ। বক্তারা সাইফুর তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজকের সিলেট ডটকম’র বার্তা সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক শাহিদ হাতিমী, স্টাফ রিপোর্টার শিপন চন্দ জয়, স্টাফ রিপোর্টার এইচ এম ফারুক, স্টাফ ফটোজার্নালিস্ট সোহেল আহমদ, স্টাফ রিপোর্টার জনিকান্ত শর্মা প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহিদ আহমদ হাতিমী। পরে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।