১৭ জুলাই ২০২৩
কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে বসতঘরে হামলায় নারী-পুরুষসহ গুরুতর আহত ও শ্লীলতাহানীর মামলায় ২জনকে কারগারে প্রেরণ করা হয়েছে। সোমবার ( ১৭ জুলাই) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া মঈন উদ্দিন মিলন কোম্পানীগঞ্জ থানার উত্তর কলাবাড়ির মৃত সাদ উল্লাহর পুত্র এবং অপর আসামী রফিক মিয়া একই গ্রামের মৃত মনা উল্লাহর পুত্র। গত ৭ এপ্রিল সন্ধ্যা ৬ টায় কোম্পানীগঞ্জ থানার উত্তর কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলায় অভিযোগ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ এপ্রিল সন্ধ্যা ৬ টায় দলবল নিয়ে প্রতিবেশীর বসতঘরে হামলা চালান গ্রামের মউন উদ্দিন মিলন ও তার সহযোগীরা। হামলায় নারী-পুরুষসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা নারীদের শ্লীলতাহানীসহ ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে বলেও অভিযোগে প্রকাশ। পরে স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মো. জৈন উদ্দিন বাদী হয়ে আদালতে একটি নালিশ (নং-১০৩/২৩) দায়ের করেন। আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মঈন উদ্দিন মিলনসহ ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, যা কোম্পানীগঞ্জ থানার মামলা নং ২৪(৫)২৩। এ মামলায় মইন উদ্দীন মিলন ও তার সহযোগীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন।
জামিনের মেয়াদ শেষে সোমবার (১৭ জুলাই) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ফের জামিন চান তারা। আদালত জামিন আবেদন নাকচ করে মঈন উদ্দিন মিলন ও রফিক মিয়াকে কারগারে প্রেরণ করেন।
আদালতের সেরস্তা এ মামলায় ২ জনকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।