১৯ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চাচ্ছে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবির সমাবেশ সফল করতে বুধবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভা করেছে দলটি। শনিবার (২২ জুলাই ) সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চাচ্ছে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব ও সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মুনতাসির আলী বলেন, সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছি আমরা। আমাদের ৮ দফা দাবি হচ্ছে- দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকুরীতে নিয়োগ দান এবং ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করা। এসব দাবি বাস্তবায়নে রাজপথে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নে।
তিনি আরও বলেন- ইতোমধ্যে সারা দেশের বিভাগীয় শহর ও জেলা শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ জুলাই কুমিল্লা, ২১ জুলাই ময়মনসিংহ, ২২ জুলাই বরিশাল, ২৭ জুলাই খুলনা এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে । এসব সমাবেশের মধ্য দিয়ে জাতির সামনে আমাদের ন্যায্য দাচিসমূহের সপক্ষে জনগণকে সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত রাখছি। এছাড়া ২২ জুলাই (শনিবার) বেলা ২ টায় সিলেটের রেজিস্টারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিলেট বিভাগের সকল উপজেলা থেকে আমাদের নেতা-কর্মীরা আসবেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেটে বিভাগীয় সমাবেশ করার জন্য আমরা অনুমতি ও সহযোগিতা চেয়েছি। গত সপ্তাহে আমাদের একটি প্রতিনিধি দল এসএমপি’র সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা দৃঢ়ভাবে আশা করছি- পুলিশ সমাবেশের অনুমতি দিবে এবং আমাদেরকে সহযোগিতা করবে। আর যদি অনুমতি না মিলে তবে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিবো।’