২২ জুলাই ২০২৩


কুলাউড়ায় ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় আব্দুর রব মহসিন (৩৮) নামে এক নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে পৌর শহরস্থ দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শহরস্থ উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, শুক্রবার রাতে বাজার শেষ করে হেটে হেটে বাসার্আসার পথে দক্ষিণ বাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত একটি অটোরিকশা (ইজিবাইক) তাকে ধাক্কা দেয়। এতে গুরত্বর আহত হন মহসিন। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশা ও চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন