২৭ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসবে মঞ্চনাটক ‘অভিনেতা’ টিকেটে ছাড়াই উপভোগ করার সুযোগ পাচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব।
তিনি আরও জানান, প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা একটি টিকেট কিনছেন, সঙ্গে আরও একটি টিকেট ফ্রিতে পাচ্ছেন। ফ্রি টিকেট দিয়ে তারা পরেরদিন অন্য আরেকটি মঞ্চনাটক উপভোগ করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে রবিবার চার দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে থিয়েটার সাস্ট।