২৮ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট সাংবাদিক ও টানা দুই বারের সাবেক কাউন্সিলার দৈনিক জালালাবাদ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের ইন্তেকালে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
পৃথন শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাাত কামনা করে শোকাহত পবিারের প্রতি সমদেনা জ্ঞাপন করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক আজিজুল হক মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন,আজিজুল হক মানিকের মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একজন লেখক, সাংবাদিক ও সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি সকলের নিকট ছিলেন শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সিলেটের সিনিয়র সাংবাদিক, লেখক, সংগঠক ও সাবেক কাউন্সিলার আজিজুল হক মানিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আজিজুল হক মানিক দীর্ঘদিন ধরে জঠিল রোগে ভোগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট সদর শহীদ শামসুদ্দীন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুমআ দরগাহে শাহজালাল (র.) মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।