২৮ জুলাই ২০২৩


দক্ষিণ সুরমা সরকারি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

২৭ জুলাই, বৃহস্পতিবার, বাদ যুহর, মহানগরীর চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট এর হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক ইমরান আহমদ সুফি, লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ শামসুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দুলাল আহমদকে সভাপতি, ইমদাদুর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক ও রুহুল ইসলাম তুন্নাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি রাইয়ান আহমদ রাফি, মিলন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছার মিয়া, আব্দুল মুনাইম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব আহমদ বাবলা, জায়েদ আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ হুসাইন আহমদ, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এমদাদ আহমদ, অফিস সম্পাদক মোহাম্মদ লিপন মিয়া, সহ অফিস সম্পাদক শিপলু আহমদ, আশিকুর রহমান, শেখ তাওহীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ছামি আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাহিয়ান আহমদ, ফরহাদ মিলন, মারুফ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসাইন, মাহমুদুর রহমান রিমন, শেখ জাহিদুল ইসলাম, তথ্যও প্রযুক্তি সম্পাদক আলম হুসেন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হোসেন, মিতুল আহমদ, সদস্য- জনি আহমদ, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, নাহিদুল ইসলাম, রায়হান আহমদ ও জুমান আহমদ।

শেয়ার করুন