২৯ জুলাই ২০২৩


সিলেট-জকিগঞ্জ সড়কে ইজিবাইক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

শেয়ার করুন

জকিগঞ্জ সংবাদদাতা : সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্নার (২০) নামে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নার বাড়ি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামে।

জানা যায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মুন্না। রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মুন্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন