৮ আগস্ট ২০২৩


আদমব্যবসা : সিআইডির খাচায় প্রতারক নূর হোসেন

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : প্রবাসে লোক পাঠানোর নাম করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিবাসন প্রত্যাশীর সাথে প্রতারণা করার অভিযোগে মামলার এজহারভুক্ত আসামি নূর হোসেনকে (৪১) গ্রেফতার করেছে সিআইডি।

গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হাসিবুল ইসলাম।

গ্রেফতারকৃত এই যুবক ফেনী নেলুয়াবাজার চাঁদপুর এলাকার আব্দুল কাসিমের ছেলে।

জানা যায়, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হাসিবুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মো: মইনুল ইসলাম ও সঙ্গিয় এএসআই সুব্রত পাল সোমবার দুপুরে ঢাকার মালিবাগে অভিযান পরিচালনা করে সিআইডি সুনামগঞ্জ জেলার একটি বিশেষ দল। এসময় শান্তিগঞ্জ থানার তদন্তাধীন মামলা নং-১২, তারিখ – ১৯/১২/২০১৯ ধারা-৪০৬/৪২০ সংক্রান্ত ১ নং এজাহারনামীয় আসামী মোহাম্মদ নুর হোসেন (৪১) কে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ায় লোক পাঠানোর নাম করে ২০১৯ সালে ভিন্ন ভিন্ন তারিখে ওই মামলার বাদীর নিকট আত্মীয় ও একাধিক সাক্ষীদের নিকট থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় প্রতারক নূর হোসেন। ভুক্তভোগীরা আদালতের দারস্থ হলে প্রতারক চক্রকে ধরতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মামলা দায়েরের পর থেকে আত্মগোপন ছিলো পতারক নূর হোসেনসহ চক্রের অন্যান্য সদস্যরা।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।

শেয়ার করুন