১৪ আগস্ট ২০২৩


স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর : স্বামী আটক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে শাকিল মিয়ার (২৪) কে আটক করেছে পুলিশ। রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার সৈয়দনগর এলাকা থেকে আটক তাকে আটক করা হয়।

নিহত শারমিন আক্তার (২২) ওই গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে ও আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার (২৪) স্ত্রী।

জানান, তিন বছর পূর্বে শারমিন আক্তারের সঙ্গে শাকিল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা একাধিকবার সমস্যার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত কোরবানীর ঈদের আগে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে। রোববার সকালে স্বামী শারমিনের বাবার বাড়িতে আসেন। একপর্যায়ে স্বামী শাকিল মিয়া শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যায়। এসময় নিহতের মা বাড়িতে ছিলেন না। দুপুর ১টার সময় তিনি খবর পেয়ে বাড়িতে এসে তার মেয়েকে মৃত দেখতে পান। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে উপজেলার সৈয়দনগর এলাকা থেকে স্বামী শাকিলকে আটক পুলিশ।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। আমিও একাধিকবার সমাধান করেছি।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারমিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন