১৭ আগস্ট ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরক্ষা। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩০৮টি কলেজের ৮৩ হাজার ২২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ২৬০ জন এবং মেয়ে ৪৮ হাজার ৯৬৪ জন। সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে বেড়েছে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংখ্যা। সিলেটে গত বছরের তুলনায় চলতি বছর ১৬ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী বেড়েছ। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪টি।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরীক্ষার পরিসংখ্যান অনেকটা আগের তৈরি করা হয় তাই শেষ মুহূর্তে পরীক্ষার্থী সংখ্যা আরো বাড়তে পারে। এবার নিয়মিত এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৭৪ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ছেলে ৩০ হাজার ৩১৫ জন এবং মেয়ে ৪৩ হাজার ৯৯৬ জন। এছাড়া, মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন।
শিক্ষাবোর্ডের সচিব জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সমন্বয় সভা এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও বৈঠক করা হয়েছে। গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। এছাড়া, কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারী থাকবে বলেও জানান তিনি।
পরীক্ষার পরিসংখ্যান থেকে জানা যায়, এবার মানবিক বিভাগ থেকে ৫৮ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে ছেলে ২৩ হাজার ১৪৬ এবং মেয়ে ৩৫ হাজার ১৬৬ জন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৫৯ জন এবং মেয়ে ৭ হাজার ৪৩৯ জন। এছাড়া, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছেলে ৫ হাজার ৬৫৫ জন এবং মেয়ে ৬ হাজার ৩৫৯ জন। পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে আছে সিলেট জেলা। এ জেলায় ৩৪ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নেবে। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ৫৪১, সুনামগঞ্জে ১৫ হাজার ৮১১ এবং হবিগঞ্জে ১৫ হাজার ২৬০ জন শিক্ষার্থী রয়েছে।
গত বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৬ হাজার ৪৯১ জন এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নিলেও এবার আরো ৪টি কলেজ বেড়েছে। জেলাওয়ারি কলেজ সংখ্যা সিলেটে ১৫০, হবিগঞ্জে ৪৯, মৌলভীবাজারে ৪৯ এবং সুনামগঞ্জের ৬০টি। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এরমধ্যে সিলেট জেলায় কেন্দ্রসংখ্যা ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। কক্ষে চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে এইচএসসি, আলিম, ভোকেশনাল পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারী করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।