১৮ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ আগস্ট) আলোচনা সভা জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমী হল রুমে বিকাল ৪টা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন গণমাধ্যম ব্যক্তিবর্গ ।
সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।