২০ আগস্ট ২০২৩


মসজিদে কোরআন মাথায় প্রেমের ভিডিও :সংঘর্ষে আহত ১৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে দুই দেশে প্রেম। মসজিদে ঢুকে কোআন মাথায় নিয়ে ভিডিও। অতঃপর প্রেমিকার কাছে প্রেরণ। এ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ১৫ জন।

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামের দফায় দফায় এ সংর্ঘষ ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন গ্রামের জুনাব আলী (৬০), আবিদ আলী, লিলতেরা বিবি (৫৫), তৈমুছ আলী (৪৫), আব্দুর রহমান (৫৫), মিল্লাদ (২০), আহমদ আলী (৪১), সাঞ্জব আলী (৩৩), রবিউল ইসলাম (২৫), লাহিন (২২), আরিফুল হক (৪৫) সহ আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সংবাদসূত্র জানায়, কয়েকদিন আগে সৌদি প্রবাসী এক প্রেমিকাকে (তরুণী) বিশ্বাস করাতে মসজিদে ঢুকে কোরআন মাথায় নিয়ে কসম করে ভিডিও করেন পাঠান মসজিদের ক্যাশিয়ার আহমদ জামান (৪০) । পরে মোবাইল ফোনে ওই ভিডিও পাঠিয়ে দেন প্রেমিকার কাছে। প্রেমিকা ভিডিও ক্লিপটি সেইভ করে রাখেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয়। আহমদ জামান প্রেম ও সম্পর্কের কথা অস্বীকার করে বসেন। এ নিয়ে এলাকায় সালিস বসে। সালিশ বিচারে ওই তরুণী প্রমান হিসেবে এই ভিডিও ক্লিপ মুরব্বিদের কাছে পাঠান । ভিডিও দেখার পর এলাকাবাসী ওই যুবককে জিজ্ঞেস করতে গেলে সমস্যা বাড়ে।

এলাকাবাসী জড়ো হয়ে মসজিদে ভিডিও করা ঠিক কিনা, ইসলাম সমর্থন করে কিনা একজন আলিমের কাছে যেতে চাইলেই বাদে বিপত্তি৷ এক পর্যায়ে মসজিদ কমিটিসহ দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে দফায় দফায় সংঘর্ঘ হলে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তিগঞ্জে থানার ওসি খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষে এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন