২৬ আগস্ট ২০২৩


মধ্যনগরে গাঁজা সহ গ্রেপ্তার-২

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।২৬শে আগষ্ঠ শনিবার দুপুরে মধ্যনগর সুমেশ্বরী ব্রীজ এলাকায় নদীপথে মাদক বিরোধী অভিযান করেন এসআই মোঃ মশিউর রহমান ও রাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স।এসময় পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের খালিশাকান্দা ও নয়াপাড়া গ্রামের বাসিন্দা।মৃত হাফিজ মিয়ার ছেলে একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামী সুলতান মিয়া (৪৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে ওবায়দুল্লাহ (২৮)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন নিশ্চিতের মাধ্যমে জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পক্রিয়াধীন।

শেয়ার করুন