৩১ আগস্ট ২০২৩


দোয়ারাবাজারে ইসলামী আন্দোলনের তৃণমূল সভা

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সদরে মা-কমিউনিটি সেন্টারে তৃণমূল সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল সভায় ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি জাকির হোাসাইন, ইসলামি আন্দোলন দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মনির হোসাইন।

আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি ইসঃ আন্দোলন দোয়ারাবাজার উপজেলা মাওঃ মাওঃ মুহাম্মদ আলী, সহ সভাপতি যুব ইসঃআন্দোলন উপজেলা শাখা,মাওঃ মাওঃ মুহাম্মদ আলী সহ সভাপতি দোয়ারাবাজার উপজেলা,ইসলামি যুব আন্দোলন উপজেলা নেতা হযরত আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে আবারও যুবকদের ইতিহাস সৃষ্টি করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুব সমাজকে ঐক্য বদ্ধ ভাবে দেশ মানবতার কল্যাণে ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক ব্যবসায়ীদের কালো হাত ভেঙে দিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।

শেয়ার করুন