৩১ আগস্ট ২০২৩


সিলেটে ইয়াবার সর্ববৃহৎ চালানসহ ধৃত ৩ পাচারকারী পুলিশ রিমান্ডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর আম্বরখানা থেকে শ্মরণকালের সর্ববৃহৎ ইয়াবা’র চালানসহ গ্রেফতারকৃত তিন মাদক পাচারকারীকে তিনদিনের পলিশ রিমান্ডে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(৩১আগস্ট) তাদেরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ ১০ রিমান্ডের,আবেদন করে। আদালত ৩দিনের রিমান্ড মন্জুর করেন।

এর আগে বুধবার (৩০ আগস্ট) রাতে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা’র চালানসহ তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফসার ইনচার্জ (ওসি) মেহাম্মদ আলী মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুরের মৃত মোজাম্মিল আলীর পুত্র মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের পুত্র রাসেল আহমদ (৩২)।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলায় তাদের আদালতে আালান দিয়ে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে তাদের কাছ থেকে সিলেটে ইয়াবা ও মাদক পাচারের নেপথ্যের নায়করা বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ তিন মাদক পাচারকারীকে রিমান্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন