১ সেপ্টেম্বর ২০২৩


সুনামগঞ্জে ১৯২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : র‌্যাব-৯, সিলেট এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে ১৯২ বোতল বিদেশী মদসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল গত ৩১ আগস্ট রাত ১১টায় সুনামগঞ্জ সদর থানাধীন ধোপাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার ও ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার শান্তিনগর থানার
বরোমোহা গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র মোঃ আলী নুর (৩৪), সুনামগঞ্জ পৌরসভা ধোপাখালীর মুসলিম আলীর পুত্র মোঃ ফিরোজ মিয়া (৪৬), একই এলাকার ওমর আলরি পুত্র মোঃ ফিরোজ মিয়া (৪৬)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন