২ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় টিকটক ভিডিও বানাতে বাধা দেয় পুলিশ। এ সময় এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করা হয়। আহত পুলিশ সদস্যের নাম নয়ন চন্দ্র পর্দার। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে রাতে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সরুজ আলির পুত্র জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং বিশ্বনাথ উপজেলার সালিয়ার সুন্দর আলীর পুত্র আবজাল (১৯)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার এক যাত্রীকে বিদায় দিতে বিমানবন্দরে যান চার যুবক। যাত্রীকে বিদায় দেওয়ার পর বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে শুরু করেন তারা। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আনসার সদস্যদের সাথে খারাপ ব্যবহার করেন তারা। পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার সেখানে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন তারা।
এ ব্যপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে, রাতেই চার যুবককে আটক করা হয়। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন।