৫ সেপ্টেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক : সেফটিপিন, বস্তা, কাগজ, ফিতে- উরফি জাভেদের পোশাকের বহর দেখে অবাক হতে হয় বটে। এবার তিনি আরও এক ধাপ এগোলেন।
সেই ধারাবাহিকতায় উরফি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করলেন। যেখানে তাকে দেখা গিয়েছে, জ্যান্ত মাছ প্লাস্টিকে পুরে পোশাক বানিয়ে স্তনযুগল ঢেকেছেন তিনিম, যা দেখে বোঝা দায় এটা বিকিনি নাকি অ্যাকোরিয়াম!
আর সেই ভিডিও দেখে অনেকে খেপেছেন। মাছগুলোকে এভাবে কষ্ট দেওয়া নেটিজেনরা মেনে নিতে পারছেন না।
এ সবের মধ্যে উরফি অবশ্য সদা ফুরফুরে। কে তাকে নিয়ে কী বলল, তার কিছুই আসে-যায় না। মাথায় নিত্য নতুন ফন্দি ঘুরছে শুধু। কাল কী পরবেন, পরশুই বা কী দিয়ে চমকাবেন? কারণ, পোশাক মানেই তার কাছে মজা।
২০২১ সালে ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করেন উরফি। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম জনপ্রিয়তার স্বাদ পান তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।