৬ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : বৃটিশ পার্লামেন্টে দক্ষিণ এশিয়ায় একদলীয় শাসনের উত্থান, মানবাধিকার লংঘন ও উগ্রপন্থা বৃদ্ধির পেক্ষিতে বৃটেনের স্বার্থ রক্ষায় করণীয় শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন হয়েছে।
বৃটিশ বাংলাদেশী কমিউনিটি এলায়েন্সের উদ্যোগে সোমবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় বৃটিশ পার্লামেন্টের ১২নং কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী’র সভাপতিত্বে, বৃটিশ বাংলাদেশী কমিউনিটি এলায়েন্সের চীফ এডভাইজার মুজাক্কির আলীর পরিচালনায় সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফয়জুন নূর।
সেমিনারে অতিথির বক্তব্য রাখেন কনজার্ভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান, সরকার দলীয় হুইপ লর্ড কমিশনার এন্ড্রু স্টিফেনস এমপি, লর্ড কোরবান হোসেন, আপসানা বেগম এমপি, সারা বৃটক্লিফ এমপি। অনলাইনে অংশ নেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ডঃ আব্দুল মঈন খান, আন্তর্জাতিক মানবাধিকার এমিনেস্ট্রি ইন্টারন্যাশনালের সাবেক চেয়ারম্যান ড. আব্বাস ফাইজ, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর ড. ইমতিয়াজ খান, এডভোকেট রেহানা আলী ও মেজর (অব.) সৈয়দ সিদ্দিক।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাশ্মীরসহ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে।
সেমিনারে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের প্রশ্নের মাধ্যমে জানা যায়, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ ও কেয়ারটেকার সরকার ছাড়া হলে বৃটেনের ভুমিকা কি? বাংলাদেশে প্রায় ৬ শতকের অধিক মানুষ গুম ও লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা রয়েছে।
এসব মবিষয় ছাড়াও বর্তমান সরকার বিরোধী মতের মানুষকে দমন করার জন্য দলীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাবহার করছে। এসব বিষয়ে বৃটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেমিনারে উপস্থিত বৃটিশ এমপিগণ বাংলাদেশের বিষয়ে অবগত আছেন এবং সেই আলোকে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন।
প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশের মানবাধিকার ও গনতন্ত্র নিয়ে প্রশ্ন করেন, আব্দুল আওয়াল মামুন, মুসলিম খান, মো: আসয়াদুল হক, আলী হোসাইন, মোর্শেদ আহমদ খান, চৌধুরী আমিনুর রহমান, এবাদুর রহমান, ইকবাল হোসেন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান, নওশিন মোস্তারী মিয়া সাহেব ও হুমায়ুন আহমদ।
সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা, আশিকুর রহমান আশিক, আজিজুস সামাদ,নুরুল ইসলাম, মানবাধিকার কর্মী শামীমুল হক, মো: শাহাব উদ্দীন, অলিউর রহমান, মো: শরিফ আহমদ মোর্শেদ, মো: আলম আহমদ, রফিক আহমদ, মো: ইসলাম উদ্দীন, আহমদ আলী, মো: আমিনুর রহমান, ইউসুফ আল আজাদ, শেখ আবুল ফাত্তাহ, মো: ফান্টু, মোছা: নিপা বেগম, সুমেনা বেগম, মো: ফাহাদুজ্জামান, আলিম উদ্দীন, রায়হান আহমদ, এবাদুর রহমান, নন্দন কুমার দে, মনিরুজ্জামান খান, মো: মারুফ আহমদ, মো: ছাদ মিয়া, হাবিবুর রহমান, মোহাম্মদ শামসুল ইসলাম কবির, সায়েম আহমদ, মোহাম্মদ মাজেদ হোসেন, সাহের আর রহমান, মো: শাহজাহান আহমদ, ফজল আহমদ, মো: মাহফুজ আহমদ, মো: আমিনুল হক, কিবরিয়া আহমদ চৌধুরী, আলী হোসেন, তুহিন আহমদ, আরাফাত মাহমুদ ও মো: আমির রহমান,এস এম রেজাউল করিম প্রমূখ।