৭ সেপ্টেম্বর ২০২৩


ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ডুবার পানিতে পরে আনিছা বেগম (১৬) মাস নামের এক শিশুকন্যা’র মৃত্যু ঘটেছে।

বুধবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ছায়েদ মিয়ার বাড়ীর পাশে ডুবায় পড়ে আনিছা মারা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে আনিছা’র মা রত্না বেগম বাচ্চাকে ঘরে ঘুম পাড়িয়ে অন্যান কাজ করতে বাইরে চলে যান। এসময় তাদের ঘরে কেহ ছিলেন না। কাজ শেষ করে প্রায় দু’ঘণ্টা পরে ঘরে এসে দেখেন ঘুম পাড়িয়ে রাখার স্থানে আনিছা নেই। আসপাশে অনেক খোঁজাখোঁজি করে বাচ্ছাকে আর পাওয়া যায় নি। পরে অনুমান ১টার দিকে বাড়ীর পাশে ডুবায় শিশু কন্যার মৃতদেহ ভেসে থাকতে দেখেন বাচ্ছার বাবা ছায়েদ মিয়া।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মারা যাওয়ায় অপমৃত্যু বলে ছাতক থানায় একটি সাধারণ ডায়রী (নং-৩৭০/২৩) করা হয়েছে।

শেয়ার করুন