৮ সেপ্টেম্বর ২০২৩


নবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণগেল বৃদ্ধের

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জের পাটলী গ্রামের মন্দিরের পুকুর থেকে সমর সরকার (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতের ছুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সমর বিভিন্ন স্থানে মন্দির, আখড়ায় পুজা ও কীর্তনে থাকেন। বুধবার সন্ধ্যায় তিনি করগাওঁ ইউনিয়নের পাটলী গ্রামে মন্দিরে জন্মাষ্টমীর অধিবাস অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অধিবাস অনুষ্ঠান উপভোগ করে সবাই যার যার মতো করে চলে গেলেও তিনি মন্দিরে রাত্রি যাপন করেন। পরে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সমরের লাশ পুকুরে  ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার এসআই অনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন