১১ সেপ্টেম্বর ২০২৩


সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি’র মায়ের ইন্তেকাল : শোক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মা রোকেয়া হেনা ইনেতকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নগরীর হাউজিং স্টেট আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক করছেন আজকের সিলেট ডটকম-এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রধান সম্পাদক মোঃ সাইফুর রহমান তালুদার, বার্তা সম্পাদক খলিলুর রহমান, সহকারি সম্পাদক মিজান মোহাম্মদ, সিনিয়র সাবএডিটর শাহিদ হাতিমী,স্টাফ রিপোর্টার শিপন চন্দ জয় ও জনী র্শম্মা।

এক যৌথ শোক বার্তায় মরহুমার মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।

এদিকে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মা রোকেয়া হেনা’র ইনেতকালে শোক প্রকাশ করেছে সিলেট জেলা পুলিশ পরিবার। মরহুমার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

শেয়ার করুন