১২ সেপ্টেম্বর ২০২৩
সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে নতুন তিন ডিন নিয়োগ পেয়েছেন। তারা হলেন- ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদে ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদে কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম।
ইতিমধ্যে তারা নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী দুই বছর এ নতুন তিন ডিন দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিসিয়ালি অর্ডার হওয়ার পর তারা দায়িত্ব নিয়েছেন।