১২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অহত অবস্থায় সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট টার দিকে তেতলি ইউনিয়নের রেনেটা ওষুধ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। রেজওয়ান আহমেদ (৩৫) নামে অহত এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। রেজওয়ান সিলেটের ৩৮ নং ওয়াডের চরুগাও এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থনীয়রা জানান, সকাল সাড়ে আট টার দিকে সুনামগঞ্জ মুখি কাভার্ড ভ্যান ও অপর দিক থেকে আসা সিএনজি অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি অটো রিকসার ড্রাইভার ও একজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল ভর্তি করেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।