১৩ সেপ্টেম্বর ২০২৩


মেয়র আরিফের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সড়ক সম্প্রসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ সেপোটম্বর) নগরীর টুকেরবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন তিনি। সকাল ১১টা থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নেতৃত্বে এ অভিযান চলছে।

উচ্ছেদ অভিযান চলাকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। টুকের বাজার থেকে শাহজালাল ভার্সিটির সামন পর্যন্ত অভিযান চলবে।

এসব এলাকার লোকদের ৬ মাস আগেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল তবুও তাদের টনক নড়েনি। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে ।

অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন