১৪ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন , দেবোত্তর সম্পত্তি বোর্ড গঠন , হিন্দু ফাউন্ডেশন গঠন এর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন অনুষ্টিত হবে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্হ চয়ন ও সাধারন সম্পাদক এডভোকেট রন্জন ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন , দেবোত্তর সম্পত্তি বোর্ড গঠন , হিন্দু ফাউন্ডেশন গঠন এর দাবীতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঘোষিত দেশ ব্যাপী মানববন্ধন কর্মসুচীর অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন অনুষ্টিত হবে ।
উক্ত মানববন্ধন কর্মসুচী সবার উপস্হিতি ও সহযোগীতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্হ চয়ন ও সাধারন সম্পাদক এডভোকেট রন্জন ঘোষ।