১৭ সেপ্টেম্বর ২০২৩


ইতালিতে জেট বিমান বিধ্বস্ত, শিশুর মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির তুরিনে প্রদর্শনীর অনুশীলনে অংশ নেয়ার সময় একটি সামরিক জেট বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে একটি গাড়ির ওপর পড়ে। এতে পাঁচ বছরের একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পাইলট আঘাতের কিছুক্ষণ আগে তুরিন বিমানবন্দরের কাছে একটি বিশাল আগুনের গোলা বের করে দিয়েছিলেন। এ ঘটনায় মেয়েটির নয় বছর বয়সী ভাই গুরুতর আহত এবং তাদের বাবা-মা দগ্ধ হয়।

উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, দুর্ঘটনাটি একটি ভয়াবহ ট্র্যাজেডি।

তুরিনের প্রধান বিমানবন্দরের কাছে শুট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নয়টি বিমান দুটি টাইট ফর্মেশনে উচ্চতা অর্জন করছে এবং একটি দূরে আকাশ থেকে পড়তে শুরু করেছে।

বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে। পাইলটকে বিমান থেকে বের হওয়ার পর প্যারাশুট দিয়ে নামতে দেখা যায়।

স্থানীয় ইতালীয় মিডিয়ার মতে, একটি প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বিমানটির পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষ লাগে। সম্ভবত একটি পাখি ইঞ্জিনে ঢুকেছে।

জেটটি ফ্রেস ট্রাইকোলোরি ডেমোনস্ট্রেশন টিমের অংশ ছিল যারা রবিবার ইতালীয় বিমান বাহিনীর ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইভেন্টটি বাতিল করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো বলেছেন, মন্ত্রণালয় মৃত শিশুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সালভিনি নিশ্চিত করেছেন যে পাইলট শেষ মুহূর্তে তার প্যারাসুট দিয়ে লাফ দিয়ে বেরিয়েছিলেন।

শেয়ার করুন