১৭ সেপ্টেম্বর ২০২৩


জগন্নাথপেুরের কয়ছর এম আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনোনীত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হলেন জগন্নাথপেুরের কয়ছর এম আহমেদ। তিনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশীও তিনি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে কয়ছর এম আহমদ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও গতিশীল করতে সর্বদা কর্মতৎপর থাকবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির মনোনীত সদস্য কয়ছর এম আহমদ এর জন্মস্থান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে। তিনি তৃনমূল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে পরপর তিনবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

শেয়ার করুন