১৭ সেপ্টেম্বর ২০২৩
আজকরে সিলেট ডেস্ক
আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশের হাসপাতালে ফের অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এ-কথা জানান । ডেঙ্গুর এই ক্রান্তিকালে এই অভিযান আরও জোরদার হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক জানান, আমরা আজ সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছি, প্রত্যেকটি হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এরকম কোনও রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়।
অধ্যাপক ডা. আহমেদুল কবির আরও জানান, সিভিল সার্জনদের বলা হয়েছে একটি সমন্বয় টিম করার জন্য। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান চালানোর জন্য বলা হয়েছে। যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুত করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেবে। এছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অনুপযুক্ত আইসিইউ যাদের আছে তাদের বিরুদ্ধে দেশজুড়ে আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে।
এএস // আতারা