১৮ সেপ্টেম্বর ২০২৩


মিরাবাজারে বিস্ফোরণ : দগ্ধ আরও ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেটের মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, তারেক আহমেদ (৩২) ও বাদল দাস (৪১) । রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার  দিবাগত রাতে তারেক আহমেদ ও সোমবার সকালে বাদল দাস  মৃত্যুবরণ করেন । ইন্না লিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন ।


বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক ও বাদল দাসের  শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায়   মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। নিহত তারেক সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং বাদল দাস  সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরের মীরা বাজার ‘বিরতি সিএনজি ফিলিং স্টেশনে’ কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে সাত জন ওই স্টেশনের কর্মচারী ও দুই জন পথচারী ।

 

এএস // আতারা

শেয়ার করুন