১৮ সেপ্টেম্বর ২০২৩


বাদাঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার: গ্রফতার ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:সিলেট মেট্রোসিটির জালালাবাদ থানা এলাকাধীন বাদাঘাট থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ।

এ সময় আশিক আলী নামক এক চোরাচালানীকে পুলিশ আটক করে। অপর চোরাচালানী দৌড়ে পালিয়ে যায়।

জব্দ করা ভারতীয় পণ্যগুলো হচ্ছে অরিও ব্রান্ডের বিস্কুট, ভারতীয় তৈরী রেডবোল ক্যান ও জাইক ব্রান্ডের ফুচকা। পুলিশ মালবহনকারী ডিআই পিকআপ গাড়ীটিও  জব্দ করেন।

এ  বিষয়ে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
 সোমবার এসএসমপি মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন