১৮ সেপ্টেম্বর ২০২৩


দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে মতবিনিময়

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং মনোয়ার আলী মন’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য পেশ করেন,নরসিংপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগসভাপতি নূর উদ্দিন,সমাজসেবক মাওলানা হাফিজ আব্দুল মতিন,ইসলাম খান, মোবারক আলী,ব্যবসায়ী আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, শামছুল ইসলাম,হাজী আহমদ আলী, হাজী আমজদ আলী, ওয়াশিদ আলী, মরম আলী, ইসলাম উদ্দিন,জয়নাল হাজারী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার নরসিংপুর বাজারে কিছু ভূমিখেঁকো প্রভাবশালীরা বাজারের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন।  অবৈধ দখলকারীদের হাত থেকে ভূমি উদ্ধার করতে উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, বাজারে কৃষকের উৎপাদিত ধান ক্রয়-বিক্রয় করার কোন জায়গা নেই, গরু ক্রয়-বিক্রয় করার জায়গা নেই।  অবৈধ দখলকারীদের কবল থেকে জমি উদ্ধার করে ধান,সবজি ও গরু ক্রয়-বিক্রয় করার জায়গা নির্ধারণ করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। বাজারের ধান বিক্রির জন্যে সেডঘর তৈরী করতে কেউ অবৈধভাবে বাধা দিতে আসলে এলাকাবাসী তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুশিয়িারি প্রদান করেন তারা।

এএস // আতারা

শেয়ার করুন