১৯ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ৭৫ বোতল ভারতীয় মদ ও ২০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম এলাকা থেকে ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মোঃ জামিল পালিয়ে যায়। তার বিরুদ্ধে এজাহারের প্রেক্ষিতে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
অপরদিকে একই তারিখ মধ্যরাতে গোয়াইনঘাট থানধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারের দক্ষিণ দিকে পিয়াইন নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় এসআই এনামুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম থেকে পঁচাত্তর বোতল ভারতীয় মেকডুয়েল মদ ও রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারের দক্ষিণ দিকে পিয়াইন নদীর পাড়ে ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করে।
তিনি জানান, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারী পালিয়ে যায়।