১৯ সেপ্টেম্বর ২০২৩
আবু তালহা রায়হান
কোন মানুষই ত্রুটিহীন নয়। মানুষ মাত্রই ভুল আছে। ভুল থেকেই মানবজাতির আবির্ভাব। হরেকরকম কমতি নিয়েই আমাদের বেড় ওঠা। আমরা বিয়ে করি তবে আমাদের দাম্পত্যজীবন নিখুঁত হয় না।কোন স্বামী-স্ত্রী-ই ত্রুটিহীন নন।দুজনের মাঝে যেকোন রকমের কমতি থাকবেই।সেগুলো নিয়েই সংসার করতে হয়।পাড়ি দিতে হয় দীর্ঘপথ।তবেই উপভোগ হয় জীবনের স্বাদ-ছন্দ- গন্ধ। দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর এমন কিছু অভ্যাস থাকে যা অনেকসময় অপরজনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনার মধ্যেও এমন কিছু স্বভাব থাকতে পারে যা আপনার স্ত্রীর জন্য বিরক্তির কারণ। তাই আজ থেকেই আপনি সতর্ক হোন।নতুবা সম্পর্কের অবনতি হতে পারে।চলুন জেনে নেই দাম্পত্যজীবনে বিরক্তিকর ৩টি অভ্যাস-
হুম এবং মাথা নেড়ে উত্তর দেওয়া
সঙ্গী আপনার সঙ্গে কথা বলছেন কিন্তু আপনার প্রতিক্রিয়া নিছক সম্মতি, হুম বা কিছুই নয়। এই আচরণ তার কাছে অগ্রহণযোগ্য হতে পারে।কারণ আপনি পরোক্ষভাবে তাকে দেখাচ্ছেন যে তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়।তাই সম্পর্কের উন্নতি চাইলে অবশ্যই আপনাকে এ অভ্যাস ত্যাগ করতে হবে।যদিও বেশিভাগসময় বেখেয়ালিতেই এরকমটা হয়ে থাকে।
প্রাক্তন
কোন স্ত্রীই তার স্বামীকে পরনারীর সঙ্গে দেখতে চায় না। তাই আপনি যদি এখনো আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখেন ,তবে সেটা আপনার স্ত্রীর জন্য অবশ্যই বিরক্তির কারণ হবে।এমনকি খুব অল্পসময়ে দাম্পত্যজীবনে ফাটল ধরতে পারে।তাই আজই আপনার অতীকে ভুলে যান,সুন্দর আগামীর জন্য প্রস্তুত হোন।
কাপড় এলোমেলো করে রাখা
আপনি যদি আপনার কাপড় গুছিয়ে না রাখেন তাহলে স্ত্রীর কাছে এটা বিরক্তির কারণ হতে পারে। বাড়ির একটি নির্দিষ্ট সাজসজ্জা রয়েছে যা অবশ্যই আপনাকে মেনে চলা উচিত।ব্যস্ততার কারণে একবার-দু’বার হয়ত কাপড় অগোছালো রাখলেন,কিন্তু সবসময় এরকমটা করলে স্ত্রী বিরক্ত হতে পারেন।