১৯ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : অবশেষে জাফলং ট্যুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশের আন্তরিক সহযোগিতায় মা-বাবার নিকট ফিরে গেলেন জাফলং এ ঘুরতে এসে হারিয়ে যাওয়া সুমি । সুমি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়বাড়ী চকপাড়া গ্রামের তুলা মিয়ার মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সুমি বেগম সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বেড়াতে আসেন।
পর্যটন কেন্দ্রে ঘুরতে ঘুরতে একপর্যায়ে সুমি পথ ভুলে সঙ্গী হরা হয়ে পড়েন । পরে বাড়ির ঠিকানা না দিতে পারায় স্থানীয় লোকজন ট্যুরিস্ট পুলিশের কাছে সুমি বেগমকে হস্তান্তর করেন। ট্যুরিস্ট পুলিশ সুমি বেগমকে থানায় রহেফাজতে নিয়ে আসে। পরে ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মা তাকে বাড়িতে ফেরত নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় গোয়াইনঘাট থানা থেকে বার্তা প্রেরণ করে ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করত: গোয়াইনঘাট থানায় এসে সুমি বেগমকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
অতঃপর গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের একান্ত প্রচেষ্ঠায় (১৯ সেপ্টেম্বর) সুমি বেগমের পিতা তুলা মিয়া ও মা কহিনুর বেগম, চাচা সুলেমান মিয়াসহ গোয়াইনঘাট থানায় এসে সুমি বেগমকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, গত ১৬ সেপ্টেম্বর জাফলং বেড়াতে সুমি বেগম এসে ভুল করে রাস্ত হারিয়ে ফেলেন। সুমি বেগমের গতিবিধি রহস্যজনক দেখে স্থানীয়রা তাকে পুলিশের হাওলা করেন। পরবর্তীতে গোয়াইনঘাট থানা পুলিশ সুমি বেগমের পিতা-মাতার সন্ধান করে তাদের জিম্মায় বুঝিয়ে দেয়।
এএস // আতারা